আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ মার্চ: বাংলার গর্ব মমতা কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই চরম সমালোচনা করলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। শনিবার ওই কর্মসূচিতে এক সাংবাদিক সম্মেলনে আব্দুল করিম চৌধুরী বলেন, চলতি মাসের ৩ তারিখ কালিয়াগঞ্জ কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসক ও পুলিশ সুপারের ভূয়সী প্রশংসা করে ঠিক করেননি। যেটা সম্পূর্ণ ভুল। মুখ্যমন্ত্রীকে জেলাশাসক ও পুলিশ সুপাররা সম্পূর্ণ ভুল বুঝিয়েছে। মুখ্যমন্ত্রীর উচিৎ ছিল ওই মিটিংয়ে উপস্থিত দলের বিধায়ক ও নেতৃত্বের থেকে সঠিক তথ্যটা জেনে নেওয়া। তারাই মুখ্যমন্ত্রীকে বাস্তব পরিস্থিতিটা জানাতে পারতেন।
তৃণমূল বিধায়ক বলেন, বর্তমান জেলাশাসক ও পুলিশ সুপার সম্পূর্ণ অপদার্থ। তারা নিজেদের মত কাজ করে চলেছেন। জেলায় আইন শৃঙখলা দিন কে দিন খারাপ হচ্ছে। পাশাপাশি জেলায় উন্নয়নের কাজও হচ্ছে না।মুখ্যমন্ত্রী বিধায়কদের বলার সুযোগ না দেওয়ার পরেও আমি ওই মিটিংয়ে উঠে দাঁড়িয়ে কয়েকটি অভিযোগ জানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী আমাকে সময় দেননি। আমাকে আসল পরিস্থিতি জানানোর সুযোগ দেওয়া হয়নি। তার ফ্লাইট ধরার তাড়া আছে বলে মুখ্যমন্ত্রী আমাকে থামিয়ে দেন।
করিম চৌধুরী এদিন বলেন, আমার সমস্যা, আমি রাজ্য সরকারের একজন বিধায়ক। প্রশাসনের এতো অন্যায় দেখেও আমি আন্দোলন করতে পারছি না। রাস্তা অবরোধ করতে পারছি না, থানা ও প্রশাসনের দফতর ঘেরাও করতে পারছি না। কিন্তু আমি সাধারণ মানুষের প্রতিনিধি। তাদের প্রতি আমি ক্রমাগত অন্যায় করতে পারি না। সেই কারনে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি গোটা বিষয়টি বিধানসভায় তোলার পাশাপাশি এই ব্যাপারে রাস্তায় নেমে আন্দোলন শুরু করবো।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল অগ্রবাল জানিয়েছেন, বিধায়কদের থেকে শুনে মুখ্যমন্ত্রীকে কোনও আধিকারিককে ক্লিনচিট দিতে হবে – এটা আমি মনে করি না। তবে এদিন বিধায়ক যা বলেছেন, সেটা আমি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাব।”