সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৪ মার্চ: শনিবার রাত পৌনে ন’টা নাগাদ আচমকাই ভয়াবহ আগুন লাগল ঢাকুরিয়া স্টেশনের পাশের রেল বস্তিতে। শর্টসার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে ১০টি দমকলের ইঞ্জিন গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টা পরিস্থিতি সামাল দেয়। তবে ভস্মীভূত হয়েছে বহু ঝুপড়ি।
ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যবস্থা। রাত সওয়া ১০ টা নাগাদ ফের ট্রেন চলাচল চালু করা হয়। স্থানীয়রা জানান, ‘হঠাৎই বস্তির একটি ঘর থেকে আগুন বেরোতে শুরু হয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় তা দ্রুত ছড়িয়ে যেতে শুরু করে চারপাশে।’
প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রাই। যদিও দমকল যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত হতাহতের এখনও কোনও খবর নেই। এছাড়াও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।