পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ মে: জাতীয় পতাকা হাতে ঘাটালের রাস্তায় পদযাত্রায় নেতৃত্ব দিলেন বিধায়ক শীতল কপাট। সিঁদুর অপারেশনের পর দেশবাসী এবং ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মূল উদ্যোক্তা ছিলেন বিধায়ক নিজেই। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং শহরের বহু সাধারণ মানুষ।
এই পদযাত্রা শুরু হয় ঘাটাল শহরের রানীর বাজার থেকে। শহরের একাধিক রাস্তা পরিক্রমা করে পদযাত্রা শেষ হয় ঘাটাল- পাঁশকুড়া বাসস্ট্যান্ড এলাকায়।
পদযাত্রা শুরুর আগে শহরের প্রাক্তন সেনা কর্মীদের সম্বর্ধনা জানানো হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও ফুলের তোড়া। অনেক প্রাক্তন সেনা কর্মীও এদিন পদযাত্রায় অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের বার্তা দেওয়া হয় বলে জানান বিধায়ক শীতল কপাট।