TMC, Bankura, আর জি কর কান্ডে দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের মিছিল ও সমাবেশ বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ আগস্ট: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়ার উপর পাশবিক নির্যাতন ও খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানিয়ে আজ বাঁকুড়া শহরের রাজপথে মিছিল করলো তৃণমূল কংগ্রেস। আজ বিকেলে শহরের লালবাজার মোড় থেকে বিরাট মিছিল শুরু হয়।মিছিল শেষ হয় মাচানতলা মোড়ে।

সেখানে বিশাল জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, এই ঘটনায় শাসক দলের ও প্রশাসনের বদনাম করতে বিজেপি ও সিপিএম হাত মিলিয়ে জঘণ্য চক্রান্ত করেছে। রাজ‍্যে একটা অস্হির বাতাবরণ তৈরির অপচেষ্টা চলছে সে বিষয়ে কর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আর জি কর কান্ডের জেরে চিকিৎসক সমাজে একটা অজানা আশঙ্কা তৈরি হয়েছ।এপ্রসঙ্গে তিনি বলেন, এর সাথে সাথে রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে নষ্ট করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *