Sujan, TMC, তৃণমূল নেতা খুনে ধৃত মমতার ঘনিষ্ঠ তৃণ নেতা, তোপ সুজনের

আমাদের ভারত, ৮ জানুয়ারি: তৃণমূল নেতা খুনে ধৃত মমতার ঘনিষ্ঠ তৃণ-নেতা। বুধবার এর প্রেক্ষিতে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সুজনবাবু এক্সবার্তায় লিখেছেন, “মালদায় তৃণমূলের পুরনো নেতা বাবলা সরকার খুনের অভিযোগে ধৃত মমতার ঘনিষ্ঠ তৃণ-নেতা। ক্ষমতা, জমি, তোলাবাজি আর বেআইনি সম্পদ লুটের জন্য মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেকার এই লড়াই।

মুখ্যমন্ত্রী প্রকাশ্যে অপদার্থ ঠাওরেছিলেন এসপি, ডিএম’দের। এবার কি প্রকাশ্যে ক্ষমা চাইবেন মাননীয়া?”

প্রসঙ্গত, মালদায় তৃণমূল নেতা বাবলা (দুলাল) সরকার খুনে শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে প্রেস বিবৃতিতে জানিয়েছেন মালদার পুলিশ সুপার। সঙ্গে গ্রেফতার করা হয়েছে স্বপন শর্মা নামে তৃণমূলের আরেক নেতাকে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ধৃত ৫ জনের বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নরেন্দ্রনাথকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *