Taslima, Bangladesh, বাংলাদেশে হিন্দুদের শিয়রে সংক্রান্তি, হুঁশিয়ারি তসলিমার

আমাদের ভারত, ৮ জানুয়ারি: বাংলাদেশে হিন্দুদের শিয়রে সংক্রান্তির হুঁশিয়ারি দিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বুধবার বেলা ১০টায় এই পোস্টে লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৮৭১, ২৪০ ও ১১০।

তিনি মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, “পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু হিন্দুরা, কান খুলে শুনে নিন। কতদিন নিজেদের আহার-নিদ্রা-মৈথুন, আর সেই সঙ্গে সম্প্রীতি ও বিশ্বপ্রেম, নিয়ে ব্যস্ত থাকবেন, বা থাকতে পারবেন, তা নিজেরাই ঠিক করে নিন।

বাংলাদেশ থেকে সদ্যপ্রাপ্ত খবর অনুযায়ী, হিন্দুর উপর নির্যাতন বেড়েই চলেছে। হিন্দুরা, যারা পালাতে চাইছে না, তাদের উপর জিজিয়া কর চাপাবার কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। স্কুল-কলেজের হিন্দু ছাত্রদের শুনতে হয়, “তোদের আম্মু ভারতে পলাইসে, এবার তোরাও যা গিয়া।” বর্তমানে ৫৭টা উগ্র মুসলিম গোষ্ঠী দেশটাকে চালাচ্ছে। এদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা আছে, কিন্তু হিন্দু পেটাবার সময় সবাই এক। হিন্দু সরকারি কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক ইত্যাদি সকলকে পাইকারি হারে ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে। খুন-ধর্ষণ-লুটপাট তো চলেছেই।

এই অবস্থা পশ্চিমবঙ্গে এল বলে! জেগে উঠবেন, না সামনের রবিবার দুপুরে মাংস- ভাত খেয়ে ভাতঘুম দেবেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *