আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ মে: এক গৃহবধূকে হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে জলপাইগুড়িতে গ্রেফতার হলো এক তৃণমূল নেতা।
সমাজ মাধ্যমে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে অভিযুক্ত তৃণমূল নেতা নান্টু ছেত্রীর বিরুদ্ধে। এই সম্পর্কে মানতে চায়নি ওই মহিলা বলে দাবি। তারপর থেকে বিভিন্ন ভাবে ওই মহিলাকে বিরক্ত ও আবারও শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে অভিযুক্ত নান্টু ছেত্রী বলে অভিযোগ। জলপাইগুড়ি মহিলা থানায় ওই গৃহবধূ মহিলা লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ময়নাগুড়ির দোমহনী রেল কলোনি এলাকায় অভিযান চালিয়ে নান্টু ছেত্রীকে গ্রেফতার করেছে। অভিযুক্তকে শুক্রবার জেলা আদালতে তুলে তদন্ত শুরু করল পুলিশ।
জলপাইগুড়ি মহিলা থানা সূত্রে জানা গিয়েছে, এক গৃহবধূর সঙ্গে নান্টু ছেত্রীর ভালোবাসার সম্পর্ক ছিল। সমাজ মাধ্যমে নান্টুর সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরপর হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে নান্টু এমনটাই অভিযোগ উঠেছে। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পালিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানালেন মহিলা থানার আইসি ডিকি লামু ভুটিয়া।
অভিযুক্ত নান্টু ছেত্রী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, আমার সঙ্গে ওই মহিলার কোন সম্পর্ক নেই। পাহাড়পুরের এক পঞ্চায়েত সদস্য আমার কাছে টাকা চেয়েছিল। আমি টাকা দিইনি তাই আমাকে ফাঁসিয়েছে।