Election Commission, Women National Commission, নির্বাচন কমিশনকে চিঠি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

আমাদের ভারত, ১০ মে: শুক্রবার নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে পাঠানো চিঠিতে রেখা শর্মার অভিযোগ, সন্দেশখালির মহিলাদের অভিযোগ প্রত্যাহার করে নিতে চাপ দেওয়া হচ্ছে।

জাতীয় মহিলা কমিশনের তরফে এক্স হ্যান্ডেলে সেই চিঠির প্রতিলিপি ভাগ করে লেখা হয়েছে, “নজরে এসেছে যে ভোটের মাঝে সন্দেশখালির মহিলাদের অভিযোগ প্রত্যাহার করার জন্য প্রভাবিত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে।” নির্বাচন কমিশন যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে, সেই অনুরোধ করেছে জাতীয় মহিলা কমিশন।

রেখা শর্মা ওই চিঠিতে সরাসরি নালিশ জানিয়েছেন, রাজ্যের শাসক শিবির তৃণমূলের দিকে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বক্তব্য, “তৃণমূল কর্মীরা সন্দেশখালির মহিলাদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন।”

মহিলারা যাতে এই পরিস্থিতির মধ্যে পড়ে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য না হয়, সে জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করেছে মহিলা কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *