রোহিঙ্গা ও বাংলাদেশিদের রাজ্যে ঢুকতে সাহায্য করছে তৃণমূল, মালদায় অভিযোগ করলেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, মালদা, ১৫ ডিসেম্বর: রোহিঙ্গা ও বাংলাদেশিদের রাজ্যে ঢুকতে সাহায্য করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটের জন্য বারুদের স্তূপে তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে বারুদের স্তুপের উপর দাঁড় করিয়েছে। আজ মালদার সিঙ্গাতলার চায়ে পে চর্চায় যোগ দিয়ে এই অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, গোটা ভারতবর্ষের শান্তি ফিরল কিন্তু বাংলায় চারদিকে বোমা ফাটছে, বিশৃংখল পরিস্থিতি তৈরি হয়েছে, এই সরকারের পরিবর্তন হবেই। দিদির বাড়িতে এখন সকাল বিকেল অশান্তি চলছে। অশান্তি প্রসঙ্গে তিনি ব্যাঙ্গ করে বলেন মনে হয় পিকের নজর পড়েছে। এখন তাদের দলে শ্লোগান উঠেছে পিকে হঠাও তৃণমূল বাঁচাও।

মানিকচক যাওয়ার পথে মালদার বরকলে দিলীপ ঘোষকে সংবর্ধনা দেন বিজেপি কর্মী সমর্থকরা। মানিকচকের মথুরাপুরে সভা করেন। তিনি ছাড়াও সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও জেলা বিজেপি গোবিন্দ চন্দ্র মন্ডল।

দিলীপ ঘোষ বলেন, তৃণমূল বাংলায় পঞ্চায়েত ভোট করতে দেয়নি বিজেপি কর্মীদের খুন করেছে তৃণমূল। লোকসভা ভোটে তার জবাব দিয়েছে মানুষ। কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করেছে তৃণমূল। আমফানের ক্ষতিপূরণের টাকায় স্বজনপোষণ হয়েছে। দুয়ারে সরকার করে লাভ নেই ওটা যমের দুয়ারে চলে গেছে।

অন্যদিকে মানিকচক বাসস্ট্যান্ডে পালটা সভা করে যুব তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জেলা কো-অডিনেটর দুলাল সরকার বলেন, দিবা স্বপ্ন দেখছেন দিলীপবাবুরা। উনাদের লোকেরাই লাইনে ভিড় জমাচ্ছে। লোকসভায় ১৮টা সিট পেয়ে ভাবছেন ক্ষমতায় চলে আসবেন। বাংলার মানুষ এই দাঙ্গাবাজি দলকে পশ্চিমবাংলায় এক ইঞ্চিও জায়গা দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *