আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: রাজ্য সরকারের প্রতিনিধিদের যমের সঙ্গে তুলনা করলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দা বাজারে বিজেপি মহিলা মোর্চার ডাকা এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি কটাক্ষ করে বলেন, “দুয়ারে দুয়ারে সরকার নয় দুয়ারে যমরাজ উপস্থিত হচ্ছে। যখন এরা বাড়িতে আসবে তখন সাবধান থাকবেন। আপনারা বাড়ির জিনিসপত্র মানিব্যাগ সামলে রাখবেন, এরা সব কিছু চুরি করে নিতে পারে। বাড়িতে গরু থাকলে সেগুলো সামলে রাখেন নইলে তাও পাচার করে দেবে। গরিব সাধারণ মানুষদের বাড়িতে চাল ডাল দেখলে তাদের সহ্য হয় না। তাই দিল্লিতে কৃষক আন্দোলনে লোক পাঠাচ্ছে তৃণমূল।