আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ এপ্রিল: তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের উত্তর ২৪ পরগনা জেলার সাধারণ সম্পাদক পরমেন্দ্র চৌধুরী-সদলবলে বিজেপিতে যোগ দিলেন। সোমবার সন্ধ্যায় নৈহাটির সিং ভবনে ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জির হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দিয়ে টিটাগড়ের বাসিন্দা পরমেন্দ্র চৌধুরী বলেন, ২০১৯ সালে বিজেপির হয়ে কাজ করেছিলাম। ২০২০ সালে বন্ধ কলকারখানা ও জুটমিল খোলার আশ্বাস দিয়ে তাকে দলে টানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু সেখানে তিনি মানুষের জন্য কাজ করতে পারছিলেন না। তাই তিনি বিজেপিতে যোগ দিলেন।
অপরদিকে মনোজ ব্যানার্জি বলেন, দু’দিন ধরে যোগদান পর্ব চলছে। গতকাল কংগ্রেস নেতা আবু হেনা ও নির্দল পঞ্চায়েত সদস্য অরিজিৎ দাস বিজেপিতে যোগ দিয়েছেন। আগামী দিনে বিভিন্ন দল থেকে আরও লোকজন যোগ দেবে।