কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: মেলেনি আবাস যোজনার বাড়ি, হিরণের কাছে কান্না দাসপুরের এক মহিলার। ঘাটালের মতোই একই চিত্র দেখা গেল। গতকাল রবিবার ঘাটালের পান্না এলাকায় আদিবাসী পরিবারের এক শিক্ষিতা মহিলা হিরণের কাছে কান্নায় ভেঙে পড়েন। কর্মহীনতা তার চোখে জল এনে দিয়েছে। সেই একই চিত্র, তবে এবার কর্মহীনতায় নয়, আবাস যোজনার বাড়ি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন এক মহিলা।
সোমবার দাসপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছিলেন হিরণ। সড়বেড়িয়া এলাকায় যেতেই এক মহিলা হিরণের কাছে কান্নায় ভেঙে পড়েন। তুলে ধরেন অভাব অভিযোগ। ওই মহিলা বলেন, বাড়ি পাওয়ার যোগ্য হওয়া সত্বেও মেলেনি বাড়ি। হিরণের আশ্বাস নির্বাচনে জয়ী হলেই বাড়ি পাবেন ঐ মহিলা।