Tmc, Vot ভোট প্রচারে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়ে সবচেয়ে বেশি আবেদন জমা দিয়েছে তৃণমূল, প্রশ্ন উঠছে খরচ নিয়ে

আমাদের ভারত, ১১ এপ্রিল:
লোকসভা ভোটের প্রচার শুরু হতেই প্রায়শই আকাশে চোখে পড়ছে হেলিকপ্টারের আনাগোনা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে এই জেলা থেকে সেই জেলা ঘুরে বেড়াচ্ছেন। বিরোধীরা একে পলিটিক্যাল ট্যুরিজম বলে কটাক্ষ করেছেন। নির্বাচনের কমিশনের দেওয়া পরিসংখ্যান বলছে ভোট প্রচারে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়ে সবচেয়ে বেশি আবেদন করেছে তৃণমূল কংগ্রেস। আর তাতেই প্রশ্ন উঠেছে হেলিকপ্টার ব্যবহারের মতো এত খরচ কিভাবে সামাল দিচ্ছে রাজ্যের শাসক দল।

সাম্প্রতিক অতীতে এরাজ্যে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রীকে এতো হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যায়নি। এদিকে নির্বাচন কমিশনও জানিয়েছে লোকসভা ভোট প্রচারে হেলিকপ্টার ব্যবহারে প্রবণতা বাড়ছে। এখনো পর্যন্ত তৃণমূল এবং বিজেপিই ভোট প্রচারে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছেন। ভোট প্রচারে হেলিকপ্টার ব্যবহারে মোট ১২৭ টি আবেদন জমা পড়েছে কমিশনের কাছে। এর মধ্যে তৃণমূলের তরফেই ১১৬টি আবেদন করা হয়েছে। বিজেপি তরফে এখনো পর্যন্ত সাতটি আবেদন জমা পড়েছে।

অতএব এটা স্পষ্ট ভোট প্রচারের তৃণমূল সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করছে। কিন্তু প্রশ্ন উঠেছে এত খরচ কি ভাবে করছে তৃণমূল কংগ্রেস? কারণ একটি হেলিকপ্টারের দৈনিক খরচ প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা। তবে দিদি দাবি করেছেন, তিনি পার্টির টাকাতেই হেলিকপ্টারে উড়ে বেড়াচ্ছেন।

কমিশন জানিয়েছে, হেলিকপ্টার ব্যবহার বা কোথাও হেলিপ্যাড নির্মাণ করতে কমিশনের কাছে অনুমতি নিতে হবে। কার জন্য কোথায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে তার উপর নজরদারি রাখবে কমিশন। হেলিকপ্টার করে নগদ টাকা, মাদক, নিষিদ্ধ কোনও বস্তু নিয়ে যাওয়া হচ্ছে কিনা তাতে নজরদারি চালাবে আবগারি দপ্তর, শুল্ক এবং আয়কর দপ্তর। প্রয়োজনে এই এজেন্সিগুলি হেলিকপ্টারে তল্লাশি চালাতে পারে।

প্রসঙ্গত ২০১৪ র লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে হেলিকপ্টারের খরচ নিয়ে অভিযোগ উঠেছিল। ভোট প্রচারে তৃণমূলের নেতা নেত্রীদের হেলিকপ্টার খরচ বহন করেছিল অ্যালকেমিস্ট গোষ্ঠী। সেই সময় হেলিকপ্টার খরচ বাবদ ১০ কোটি ২৯ লাখ টাকা বহন করেছিল অ্যালকেমিস্ট গ্রুপ। এই অ্যালকেমিস্ট গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন সেই সময়কার রাজ্যসভার তৃণমূল সাংসদ কেডি সিং; যাকে আর্থিক তছরূপের দায়ে ২০২১ সালে ইডি গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *