Hindu Rashtra, Tathagata হিন্দু রাষ্ট্র ঘোষণা নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা তথাগত রায়ের

আমাদের ভারত, ১১ এপ্রিল: নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে কাঠমান্ডুর বিক্ষোভ সমাবেশের সচিত্র খবর সামাজিক মাধ্যমে পরিবেশন করে বৃহস্পতিবার বিশেষ বার্তা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “ছবিটিতে নেপালকে একটি হিন্দুরাষ্ট্র পুনরায় ঘোষণার দাবিতে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির একটি বিশাল বিক্ষোভ দেখানো হয়েছে। আমাদের হিমালয়ের প্রতিবেশী থেকে ভারতের জন্য একটি শিক্ষা?”

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে ভারতকে হিন্দু রাষ্ট্র বলে সরকারিভাবে ঘোষণার দাবি উঠেছে। এ সম্পর্কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “ভারত থেকে কেউ হজ করতে গেলে সেখানে তাঁকে হিন্দু বলে সম্বোধন করা হয়। সেখানে তাঁকে কেউ হাজি বলে না, কেউ তাকে ইসলাম বলেন না, সেখানে তাঁকে হিন্দু নামে সম্বোধন করা হয়। যদি সেই প্রেক্ষাপটে দেখা যায়, তা হলে ভারত একটি হিন্দু রাষ্ট্র, কারণ ভারতের প্রতিটি নাগরিক একজন হিন্দু।” তিনি বলেন, “আমরা যদি হিন্দুকে ধর্ম, বিশ্বাস ও সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করি, তাহলে আমরা হিন্দু বুঝতে ভুল করছি। প্রত্যেক ভারতীয়কে অবশ্যই সংবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হতে হবে, যা আমাদের নিয়ন্ত্রক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *