বাগদায় জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ ডিসেম্বর: জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর বাড়ি ও পার্টি অফিস ভাঙ্গচুর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পাটকেল পোতা এলাকায়।

সুত্রের খবর, বাগদা থানার পাটকেল পোতা গ্রামের বাসিন্দা আলতাফ মন্ডল ও আবু সামা ধাবকের মধ্যে জমি নিয়ে বিবাদ দীর্ঘদিন ধরে। আলতাফ মন্ডলের অভিযোগ, তিনি তৃণমূল করেন তা সত্ত্বেও তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী গিয়াসউদ্দিন মণ্ডল দলবল নিয়ে মঙ্গলবার রাতে তার বাড়িতে হামলা চালায়। তার বাড়ি ভাঙ্গচুর করে, বাড়িতে ঢুকে মহিলাদের মারধর করে জমির কাগজপত্র ও টাকা লুটপাট করে বলে অভিযোগ।

অভিযোগ অস্বীকার করে গিয়াসউদ্দিন মণ্ডলের আত্মীয় স্থানীয় সভাপতি। তারা পাল্টা অভিযোগ করেন, বাড়ি ও পার্শ্ববর্তী তৃণমূল পাটি অফিসে ভাঙ্গচুরের অভিযোগ তোলা হয় আলতাফ মণ্ডলের বিরুদ্ধে।

যদিও তাদের বক্তব্য আলতাফ তৃণমূল কংগ্রেস করেন না উনি কখনো নির্দল কখনো বিজেপি করেছেন পুরো ভিত্তিহীন অভিযোগ।

এই বিষয়ে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি রবীন্দ্র নাথ চক্রবর্তী বলেন, ওখানে দুই পক্ষই তৃণমূল কংগ্রেস করে। ঘটনা দুঃখজনক আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করবার চেষ্টা করছি।

বাগদা ২ নং মণ্ডলের বিজেপি সভাপতি হরিশচন্দ্র বালা আলতাব মন্ডল বিজেপি করেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। গতকালকের ঘটনার পর থেকে এলাকায় রয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *