আমাদের ভারত, ৩০ ডিসেম্বর: আজকেই ব্রিটেন অক্সফোর্ডের টিকাকে গণহারে দেওয়ার অনুমতি দিয়েছে। জানা যাচ্ছে ভারতও গণহারে টিকা করণের জন্য আজকেই অক্সফোর্ডের টিকাকে অনুমতি দিতে পারে। ব্রিটেনের মেডিসিন এন্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি সেদেশে ৪ তারিখ থেকে গণহারে টিকা করণের কথা বলছে। ভারতেও সেরামকে আজকেই অক্সফোর্ডের এই টিকাকরনের ছাড় দিতে পারে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। এতদিন অক্সফোর্ডের টিকার ছাড়পত্রের অপেক্ষা করা হচ্ছিল। একইসাথে অক্সফোর্ডের ফর্মুলায় তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিড টিকার সেফটি ট্রায়ালের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছিল।
নভেম্বর মাসের সেরাম জরুরি ভিত্তিতে টিকাকরনের অনুমতি চেয়েছিল। সেই সময় ওই প্রস্তাব খারিথ করে দিয়েছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ও তার অধিনস্ত ভ্যাকসিন রেগুলেটরি কমিটি। সেই সময় এই টিকার চূড়ান্ত পর্যায়ের সেফটি ট্রায়ালের একটি সবিস্তারে রিপোর্ট জমা করার কথা বলা হয়েছিল। এছাড়াও অ্যাস্ট্রোজেনেকার টিকার ডোজ নিয়ে বিভ্রান্তি থাকায় টিকাকরণের অনুমতি চটজলদি দিতে রাজি হয়নি কেন্দ্র।
কিন্তু এখন অক্সফোর্ড নিজে দাবি করেছে তাদের টিকা ৯৫% কার্যকরী। ডোজ নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে। টিকার ট্রায়ালের বিস্তারিত তথ্য সামনে এসেছে। ফলে এতদিন যেসব বাধার কথা উঠে আসছিল তার সবটাই কেটে গেছে। সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা জানিয়েছেন ভারতে কোভিশিল্ডের ট্রায়ালে কোনো সমস্যা হয়নি। পার্শ্ব-প্রতিক্রিয়ার যে অভিযোগ উঠেছিল তা মিথ্যা। টিকার ডোজ নিয়ে কোন বিভ্রান্তি নেই। ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ ভ্যাক্সিন নির্মাতা সংস্থা সেরাম বাজারে কয়েক কোটি ভ্যাকসিনের ডোজ সরবরাহ করে। সেরাম কর্তা জানিয়েছেন এই কোভিশিল্ডে প্রায় ৫ কোটি খোঁজ তৈরি রয়েছে। আগামী বছরের মার্চের মধ্যে ১০ কোটি ডোজ তৈরি হয়ে যাবে। করোনার টিকার যে এই বিপুল উৎপাদন হবে তার সিংহভাগই থাকবে দেশের জন্য।সরকারকে কম দামে টিকা সরবরাহ করা হবে। বেসরকারি সংস্থা গুলির জন্য টিকার দুটি ডোজের দাম পড়বে হাজার টাকার কাছাকাছি। তবে সরকারকে আড়াইশো টাকা প্রতি ডোজে টিকা বিক্রি করা হবে।
আগামী ৪ জানুয়ারি থেকে গণহারে ব্রিটেনে অক্সফোর্ডের টিকাকরণ শুরু হবে। ব্রিটেনেই বিশ্বে প্রথম অক্সফোর্ডের টিকাকে ছাড়পত্র দেওয়া হল। অক্সফোর্ডের টিকা সংরক্ষণের কোন সমস্যা নেই। কোল্ড স্টোরের স্বাভাবিক তাপমাত্রায় ২-৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় টিকা রাখা যাবে। ফলে সেরাম জানিয়েছে ভারত এই টিকা বন্টনের কোন সমস্যা হবে না।