রাজেন রায়, কলকাতা, ৬ ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবরই বামপন্থী ছাত্রদের দুর্জয় ঘাঁটি বলে পরিচিত। অনেক চেষ্টা করেও সেখানে নিজের ঝান্ডা পুঁততে পারেনি বিজেপি বা তৃণমূল। কারণ যাদবপুর বরাবর চলে নিজের নিয়মেই। কিন্তু আচমকাই যাদবপুরের কলা বিভাগের ডিন পদে তৃণমূলের মুখপাত্র ওম প্রকাশ মিশ্রের পদ প্রাপ্তি নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র-ছাত্রীদের একাংশ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান তথা তৃণমূলের অন্যতম মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র।
করোনা সতর্কতায় রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে টানা আট মাসেরও বেশি সময় ধরে পঠনপাঠন বন্ধ। তার মধ্যে শুক্রবার যাদবপুরের এক্সিকিউটিভ কাউন্সিলের ভার্চুয়াল বৈঠক হয়। সেখানেই কলা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন ডিনদের নাম ঘোষণা করেন উপাচার্য সুরঞ্জন দাস। কলা বিভাগে ওমপ্রকাশ মিশ্র ছাড়া বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন হয়েছেন সুবিনয় চক্রবর্তী ও অমিতাভ দত্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওমপ্রকাশবাবু কলা বিভাগের সবচেয়ে অভিজ্ঞ অধ্যাপক। তিনি এর আগে ওই বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এই কারণে তাঁকে ডিন বাছাই করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার কারণেই তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে। এর সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটের কোনও সম্পর্ক নেই।
তবে ছাত্রদের একাংশের দাবি, ডিন পদ সরকারি, নিরপেক্ষ ও অতি গুরুত্বপূর্ণ। হস্টেল থেকে পড়ুয়া, অধ্যাপক যাবতীয় সমস্যার দেখার দায়িত্ব অভিভাবক-সম ডিনের। তাই রাজনৈতিক পরিচয় থাকা কোনও ব্যক্তিকে সাধারণ এই পদে বসানো হয় না। কিন্তু এবার সরাসরি রাজ্যের শাসকদলের এক মুখপাত্রকে এই পদে বসানো তার কার্যকলাপ নিয়ে রাজনীতির প্রশ্ন উঠতেই পারে। নির্বাচনের আগে এই বিষয়টি ভাবা উচিত ছিল স্ক্রিনিং কমিটির।