স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ ডিসেম্বর:
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিতে কর্মিসভা থেকে সাংবাদিকদের বের করে দিলেন তৃণমূল সাংসদ তথা নদিয়া জেলা সভাপতি মহুয়া মৈত্র। আজ কল্যাণীর গয়েশপুরে ছিল তৃণমূলের কর্মী সম্মেলন। সেখানে সাংবাদিকদের দেখেই তিনি তাদের “দু পয়সার সাংবাদিক” বলে সম্বোধন করে তাদের সেখান থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন দলীয় কর্মীদের। দলের নেতাদের একাংশের বক্তব্য, গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিতে সাংবাদিকদের বের করে দেওয়া হয়েছে।
সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বেনজির ভাবে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আজ নদিয়ার গয়েশপুরে ছিল তৃণমূল কংগ্রেসের কর্মিসভা। সংবাদমাধ্যম তার পেশাদারিত্বের কারণেই প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মসূচি জনসমক্ষে তুলে ধরে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কল্যাণী গয়েশপুরের আজকের জনসভাও ব্যতিক্রম ছিল না। সেখানে সংবাদমাধ্যমের উপস্থিতি দেখেই ক্ষেপে যান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং তিনি সংবাদ মাধ্যমকে দু’পয়সার প্রেস বলে কটাক্ষ করেন। পাশাপাশি তিনি দলের কর্মীদের সাংবাদিকদের বের করে দেওয়ার নির্দেশ দেন। এরপর সাংবাদিকরা চলে গেলে কর্মী সম্মেলনে প্রকাশ্যেই শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা সভাপতি ও সংসদ মহুয়া মৈত্রকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। তৃণমূলের দুই গোষ্ঠীর বর্তমান সভাপতি ও প্রাক্তন সভাপতি ও অনুগামীদের মধ্যে শুরু হয় বচসা এবং তারপর দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়ে। মহুয়া মৈত্রের সাংবাদিকদের উদ্দেশ্যে এই বক্তব্যের পরে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতারাও প্রকাশ্যে না বললেও সমালোচনাই করছেন। প্রাক্তন তৃণমূল নেতাদের একাংশ মনে করেন গোষ্ঠীদ্বন্দ্বের খবর যাতে বাইরে না প্রকাশ পায় তার জন্যই কর্মিসভায় সাংবাদিকদের বের করে দেওয়ার নিদান দিয়েছেন সাংসদ মহুয়া মৈত্র।
রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করা মহুয়া মৈত্রের নতুন নয়। এর আগেও তিনি একই ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিতে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেছিলেন।