নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৬ ডিসেম্বর:
আগামী বছরেই রাজ্যে শুরু হবে সিএএ এবং এনআরসি। রবিবার কলকাতায় গান্ধী মূর্তির নিচে দলীয় সভায় এই কথা বলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন রাজ্যে এনআরসি ও সিএএ চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের পুরো রূপরেখা তৈরি। বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকার তা বাস্তবায়িত করার জন্য এগোবে। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এই ইস্যুতে যা প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখবে মোদী সরকার। বিরোধীরা এই ইস্যুতে যতই চেঁচামেচি করুক তাতে লাভ নেই বলেও মন্তব্য করেন কৈলাস বিজয়বর্গীয়।
অনুপ্রবেশকারী প্রসঙ্গে বলেন, বাংলাদেশি সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সব রকম ব্যবস্থা নেবে কেন্দ্র। রাজ্যের কোন জেলায় কত অনুপ্রবেশকারী রয়েছে তা চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতের মাটি ছাড়া করা শুধু সময়ের অপেক্ষা।
যদিও এই কাজ খুব সহজ হবে না বলে মনে করেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতেই অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে রয়েছে। তাই বেআইনি অনুপ্রবেশকারীদের তাড়াতে তৃণমূল সবরকম বিরোধীতা করবে বলে সাংবাদিকদের বলেন কৈলাস বিজয়বর্গীয়।