মদন মিত্রের গোঁফ কেটে ফেলার প্রতিজ্ঞা! খড়দহে বিজেপির পাল্টা জনসভা করে শক্তি প্রদর্শন তৃণমূলের

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ জানুয়ারি: উত্তর ২৪ পরগনার খড়দহের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, “আমাদের একটাই লক্ষ্য মমতার হ্যাট্রিক। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। ২০২১ এর ডার্বিতে জয় হবে ঘাস ফুলের, পদ্মফুল ঝরে পড়বে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি খড়দহ বিধানসভায় কম পক্ষে ২০ হাজার, পানিহাটিতে ২৫ হাজার ভোটে জয়ী হব আমরা। এর কম ভোট হলে আমি আমার গোঁফ কেটে ফেলব।

মদন মিত্র বলেন, দিদি আমাদের বলেছিলেন বদলা নয় বদল চাই, বদল নিশ্চই হবে ২৯৩টা কেন্দ্রে। আমি দিদির কাছে হাত জোড় করে শুধু একটি আসনের ক্ষেত্রে বদলা ও বদল দুইয়ের অনুমতি চাই, সেই আসনটি হল ভাটপাড়া।”

গত মঙ্গলবার খড়দহে জনসভা করেন সদ্য তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার খড়দহের সূর্য সেন খেলার মাঠে কার্যত তারই পাল্টা সভা করল উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন তৃণমূলের এই সভা ছিল কার্যত শক্তি প্রদর্শনের। বিজেপির সেই সভায় যে ভিড় হয়েছিল, সেই জমায়েতকে টেক্কা দিতে মূলত এই জনসভার আয়োজন করে তৃণমূল। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা এদিনের জনসভায় বক্তব্য রাখেন।

দেশের মধ্যে সবচেয়ে ভালো নাগরিক পরিষেবা দিচ্ছে তৃণমূল সরকার, তাই উন্নয়নের নিরিখে তৃতীয় বারের জন্য তৃণমূলকে ক্ষমতায় আনতে নাগরিকদের কাছে আবেদন জানালেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছে কোন সরকার? বিনামূল্যে রাজ্যের নাগরিকদের রেশন দেওয়ার ব্যবস্থা করেছে কোন সরকার? উত্তর যদি হয় তৃণমূল কংগ্রেস সরকার, তবে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারকে ভোট দিন। এরকম উন্নয়ন দেশের কোনও রাজ্যে হয়নি।” এভাবেই তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন সাংসদ সৌগত রায়। এই জনসভায় সাংসদ সৌগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, বিধায়ক পার্থ ভৌমিক, নির্মল ঘোষ প্রমূখ নেতা নেত্রীরা। এই জনসভায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *