মুড়ি গুড় বাতাসা, বাংলায় আর নয় তামাশা: জয় বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, হাওড়া, ৩ জানুয়ারি: মুড়ি গুড় বাতাসা দিয়ে আর বাংলার মানুষকে ভুলিয়ে রাখা যাবে না। বাংলায় আর এই তামাশা চলবে না। কারন বাংলার মানুষ তৃণমূলকে হটিয়ে বিজেপিকে আনতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। রবিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে আর নয় অন্যায় কমসূচিতে যোগ দিতে এসে এই কথা বলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, বাচ্চারা পেটের যন্ত্রনায় যখন কাঁদে তখন যেমন তাদের পেটের যন্ত্রনার ওষুধ দিতে হয়, সেইরকম রাজ্যের মানুষের যখন শান্তির প্রয়োজন তখন তাদের শান্তি দিতে হবে। আর তৃণমূল সেটা না দিয়ে খারাপ সাইকেল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারনা করছে। রাজ্যে ওয়েইসি এবং আব্বাস সিদ্দিকীর জোট বাঁধা সম্পর্কে জয় বলেন, এমনিতেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবারে তৃণমূলকে ভোট দিত না তার উপরে এই দুজন যেভাবে জোট বাঁধছে তাতে তৃণমূলের পরাজয় নিশ্চিত। এদিন জয় বলেন তৃণমূলের মৃত্যু ঘন্টা বেজে গেছে মানুষ বিজেপিকে আনার ব্যাপারে মনস্থির করে ফেলেছে এখন সেটা শুধু সময়ের অপেক্ষা। এদিন তিনি সৌরভ গাঙ্গুলির দ্রুত আরোগ্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *