জঙ্গলমহলে বিজেপির সভায় ভিড় কেন, রিপোর্ট তলব তৃণমূলের

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ জানুয়ারি: জঙ্গলমহলে বিজেপির সভায় এত লোক কেন জমায়েত করছে সে বিষয়ে জেলা নেতৃত্বের কাছে রিপোর্ট তলব করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। চাপে পড়ে পাশের ঝাড়খন্ড রাজ্য থেকে লোক এনে বিজেপি জমায়েত করেছে বলে রাজ্য নেতৃত্বকে জানিয়েছে ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি ঝাড়গ্রামে বিজেপির সভায় উপচে পড়া ভিড় প্রসঙ্গে তৃণমূলের রাজ্য নেতৃত্ব ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের কাছে কৈফিয়ত তলব করে। এরপর বেশকিছু গাড়ির ছবি সহ ঝাড়খন্ড রাজ্য থেকে লোক নিয়ে আসার তত্ত্ব তুলে ধরে রাজ্য নেতৃত্বকে রিপোর্ট দিয়েছেন জেলা নেতৃত্ব। রিপোর্টে বলা হয়েছে, শুধু ঝাড়খন্ড রাজ্য নয় পাশের জেলাগুলি থেকেও বাসে করে লোক আনা হয়েছিল শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের জনসভায়।

সেদিন বিজেপির সভায় যোগ দেওয়া মানুষের ঢল দেখে সব মহলে আলোচনা শুরু হয়। জামদা সার্কাস ময়দান কিভাবে জনসমাগমে পরিপূর্ণ হয়ে উঠল তার খোঁজ নিতে শুরু করে তৃণমূল নেতারাও। টিম পিকে ‘র পক্ষ থেকেও অনুসন্ধান চালানো হয় এ বিষয়ে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির সভায় লোক এসেছে ৫০০টি গাড়িতে। তার মধ্যে বাস ছিল তিনশোটি। এই রাজ্য থেকে ঝাড়খন্ড রাজ্যে যাতায়াতকারী বেশকিছু বাস লোক নিয়ে এসেছিল জনসভায়। এছাড়াও ঝাড়গ্রাম থেকে বিভিন্ন জেলায় যাতায়াতকারী বাসও ছিল। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি বাস মালিক সংগঠনের পক্ষ থেকে বিজেপির সভায় লোক আনার জন্য বাস দেওয়া হয়েছিল বনে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

তৃণমূলের ঝাড়্গ্রাম জেলা আইটি সেলের আহবায়ক সুদীপ্ত চক্রবর্তী দাবি করেন, ঝাড়খন্ড রাজ্য ও অন্যান্য জেলার বাসে বিজেপির সভায় যে লোক এসেছিল তার ছবি সংগ্রহ করা হয়েছে। বিজেপি টাকা দিয়ে মাঠ ভরিয়ে ছিল বলে তৃণমূলের জেলা সভাপতি দুলাল মূর্মুর দাবি।

বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপতি বলেন, জেলার এক হাজার পঁচাশিটি বুথের প্রতিটি থেকে পঞ্চাশ জন করে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু গাড়ির অভাবে গড়ে প্রায় কুড়ি জন করে সভায় উপস্থিত হন। এত মানুষকে আনার জন্য প্রয়োজন মতো গাড়ি পাওয়া যায়নি, তাই বাইরের রুটের বাসও নেওয়া হয়েছিল। জনসভায় জেলার বাইরের কোনও লোক আসেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *