আমাদের ভারত, ঠাকুরনগর, ৩০ জানুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা বাতিল ঘিরে ঠাকুরবাড়িতে হল জরুরি বৈঠক। বৈঠকে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায় ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। বৈঠক শেষে মুকুল বলেন, ‘দিল্লির বিস্ফোরণের কারণে অমিত শাহর সভা বাতিল করা হয়েছে। এখানে সভা আবার হবে। ২৪ ঘণ্টার নোটিশে সভা পরে কবে হবে তা জানানো হবে। কেউ হতাশ হবেন না। একই মাঠে, একই মঞ্চে সভা হবে। মঞ্চ ও মাইক খোলা হবে না। দু’এক দিনের মধ্যে পরবর্তী সভার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।’
এদিন বেলা একটা নাগাদ মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসেন। শনিবার সকালে বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর সাংবাদিকদের কাছে অভিযোগ করেন মতুয়াদের নাগরিকত্ব দেবে না বলে ঠাকুরনগরে আসেননি অমিত শাহ। মতুয়াদের চরম অপমান করেছে বিজেপি। তার জবাবে মুকুল রায় বলেন, মমতাবালা কী অভিযোগ করছেন, সে কথা মানুষ বিশ্বাস করবে না।
এদিন বৈঠক চলাকালে নাগরিকত্বের দাবিতে বাইরে মতুয়ারা বিক্ষোভ দেখাতে থাকেন। বাইরে গোলমাল শুনে বৈঠক থেকে শান্তনু ঠাকুরের এক প্রতিনিধি এসে আশ্বস্ত করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।