পুরুলিয়ায় সবলা মেলার আকর্ষণ বাড়াল পিঠে পুলির প্রতিযোগিতা

সাথী দাস, পুরুলিয়া, ৩০ জানুয়ারি: কনকনে ঠান্ডায় আয়োজিত সবলা মেলাকে আকর্ষণীয় করে তুলল পিঠে পুলির সম্ভার। পুরুলিয়া শহরের জিইএল চার্চ গ্রাউন্ডে চার দিনের জেলা স্তরের সবলা মেলা শুরু হয় আজ।  ৪০টি স্টলে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি গৃহ সামগ্রী, বস্ত্র ও খাবারের পসরার সঙ্গে রয়েছে হরেক রকম পিঠে পুলি। মেলার মধ্যে ১০টি স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পিঠে পুলি নিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। 

বিচারকরা ছাড়াও ওই প্রসিদ্ধ পিঠে মুখে দিয়ে আস্বাদিত হন জেলাশাসক অভিজিৎ মুখার্জি, জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জি প্রমুখ অতিথি। স্টলের মধ্যেই ঢেঁকিতে চাল গুঁড়ো করে পিঠে তৈরি করে বিক্রি করে এক  স্বনির্ভর গোষ্ঠী। প্রতিযোগী দলগুলি তাদের ভাবনায় পিঠে পুলির স্বাদ ও আকারে নতুনত্ব উপস্থাপন করে। শেষ পর্যন্ত প্রথম স্থান অধিকার করে পুরুলিয়া ১ ব্লকের চাকলতোড় বিশ্বকর্মা স্বনির্ভর দল। দ্বিতীয় ও তৃতীয় স্থান পায় যথাক্রমে ওই ব্লকেরই ইন্দিরা স্বনির্ভর দল এবং বরাবাজার ব্লকের স্বামী বিবেকানন্দ স্বনির্ভর গোষ্ঠী।

তার আগে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সেক্রেটারি শিবপ্রদানন্দ মহারাজ। ছিলেন জেলা সভাধিপতি, জেলাশাসক ছাড়াও  প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। ছিলেন মেলার আয়োজক স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের আধিকারিক কর্মীরা। আজ থেকে চার দিন বিকেলে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *