পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ মে: রেল এলাকাজুড়ে অনুন্নয়নের অভিযোগ তুলে ধরে রেলমন্ত্রীর সভাস্থল লাগোয়া এলাকায় ব্যানার, পতাকা ছেয়ে ফেলল তৃণমূল।
এদিন খড়্গপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের ধ্যানসিং ময়দানে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে সভা করতে আসেন রেলমন্ত্রী অস্বিনী বৈষ্ণব।
বিকেলে সভার আগেই দুপুরের মধ্যেই সভা লাগোয়া এলাকায় ছেয়ে যায় তৃণমূলের পোষ্টার, ব্যানার আর পতাকায়। লেখা আছে, রেল এলাকায় বেহাল রাস্তা সংস্কার হচ্ছে না কেন? রেল কলোনী উচ্ছেদ কার স্বার্থে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে কেন? বছরের পর বছর রেল আবাসন সংস্কারের কাজ হয়নি কেন?’
এদিন দুপুরে এসব ব্যানার, পোষ্টার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা বাধে। ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বিজেপি নেতা রমাপ্রসাদ গিরি জানান, এটা অন্যায়। রেলমন্ত্রীর সভা স্থলের সামনে এভাবে ব্যানার, পোস্টার দেওয়া যায় না।
খড়্গপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃণমূল নেতা প্রদীপ সরকার জানান, তাঁরা মানুষের দাবি তুলে ধরেছেন। এতে অন্যায়ের কিছু নেই। আর কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
এদিন রেলমন্ত্রীর পুরো বক্তব্য ছিল মোদীময়। তিনি তাঁর বক্তব্যে বলেন, গত দশ বছরে ভারতীয় রেলের যা উন্নতি হয়েছে, যত দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেন থেকে বুলেট ট্রেনের মতো বন্দে ভারত ট্রেন চালু হয়েছে তা একটা নজির। কংগ্রেসের ৫০ বছর রাজত্বে রেলের কোনো উন্নয়ন হয়নি। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জিকে বাংলার পিছিয়ে পড়ার জন্য দায়ী করেন। পরিবারতন্ত্রের কথা বলেন। অপর দিকে মোদী দেশের কথা ভাবেন। দেশের মানুষের জন্য কাজ করেন। পরিবারের উন্নতির কথা ভাবেন না।