আমাদের ভারত, কলকাতা, ১০ মে: বরাহনগর উপনির্বাচনের নমিনেশন জমা দিতে দলীয় নেতা ও কর্মীদের নিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে আসেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।
প্রসঙ্গত বরানগর বিধানসভার তৃণমূল বিধায়ক তাপস রায় পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ায় ফাঁকা হয়ে যায় আসনটি। সেখানেই উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সায়ন্তিকা। তিনি এদিন নিজের জয় সম্পর্ক আশাবাদী বলে মন্তব্য রাখেন। যদিও তাকে এই কেন্দ্রের বাম প্রার্থী বারবার বহিরাগত বলে খোঁচা দিচ্ছেন। সেই সম্পর্কে তিনি বলেন বরানগরবাসী সেটা ঠিক করবেন।”