Sukanta, BJP, “সরকারি প্রকল্পের আড়ালে মহিলাদের ফোন নম্বর, ব্যক্তিগত তথ্য জোগাড় করে তৃণমূল,” বিস্ফোরক অভিযোগ সুকান্তর

আমাদের ভারত, ২৯ মে: ইভিএম কারচুপির অভিযোগ করে আগেই সরব হয়েছেন। তার পরেই আরো একটি বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সরকারি প্রকল্পের আড়ালে মহিলাদের ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য জোগাড় করে রাখে তৃণমূল কংগ্রেস। সরকারি ক্যাম্প থেকে ফোন নম্বর নিয়ে সেই সব মহিলাদের তথ্য হাতানোর অভিযোগ করলেন সুকান্ত মজুমদার।

মহিলাদের ব্যক্তিগত তথ্য বাইরে চলে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “দুয়ারে সরকারের মাধ্যমে ফোন নাম্বার, আধার কার্ড, ব্যক্তিগত যাবতীয় তথ্য চলে যাচ্ছে তৃণমূলের কাছে। সেটাই আবার চলে যাচ্ছে আইপ্যাক- এর কাছেও। আগামী দিনে সন্দেশখালির মতো মহিলাদের নম্বর নিয়ে তৃণমূল নেতারা মহিলাদের বিরক্ত করবেন না বা কোনো কু- প্রস্তাব দেবেন না তার গ্যারান্টি কে নেবে? আমার তো মনে হচ্ছে আগামী দিনে এই ঘটনা ঘটতেই পারে।”

এর আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এনেছে তৃণমূল বলে অভিযোগ উঠেছিল। রেখা পাত্র স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত। সেই দাবি করতে গিয়ে রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা হয়েছিল, যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। রাজ্য বিজেপি নেতৃত্বের অভিযোগ, তথ্য হ্যাক করা হচ্ছে।

যদিও সুকান্ত মজুমদারের এই দাবির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেছেন, আমরা কি পাল্টা প্রশ্ন করব আধারের মাধ্যমে কেন্দ্রীয় সংস্থা হ্যাক করছে তথ্য।” পার্থবাবুর দাবি, “তাঁর (সুকান্ত মজুমদার) যে মানসিকতা বক্তব্যে প্রকাশ পাচ্ছে তার কাছে প্রমাণ থাকলে সেটা সামনে আনুক। বাজার গরম করা কথা বললে চলবে না।

এর আগে ইভিএম কারচুপির অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, আমরা আমাদের কর্মীদের সব জায়গাতে সতর্ক থাকতে বলেছি। দুর্বৃত্তের ছলের অভাব হয় না। তার সাথে দোসর আইপ্যাক। তাই চক্রান্ত থেকে সাবধান থাকতে হবে। ওরা চেষ্টা করতে পারে, যদি ইভিএম গুলোকে কিছু করা যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *