আমাদের ভারত, ২৯ মে: বুধবার বর্ধমান- দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দাবি করেছেন অনুকরণ করলেও, দিদি কখনো মোদী হতে পারবে না। একই সঙ্গে তাঁর আরো দাবি, তৃণমূলের এবার আগের তুলনায় ১২টা আসন কমবে।
বাংলায় ছয় দফা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৩টি আসনে জিতে গেছে, মঙ্গলবার এমনটাই দাবি করেছিলেন তৃণমূলে সেকেন্ড ইন কমান্ড। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে সম্পূর্ণ খারিজ করে দিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, তৃণমূল আগের বারের থেকে অনেক কম আসন পাবে। ৩৩টি আসনের মধ্যে ২৩টি আসনে অভিষেকের জয়ের দাবির প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, যতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন ততটাই আত্মবিশ্বাসের সঙ্গে হারবেন। ২০১৯ সালেও তারা দাবি করেছিলেন, বাংলায় ৪২টির মধ্যে সবকটি আসন তারা জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন। একই আত্মবিশ্বাসের সঙ্গে এবারও বলছেন তারা। এরপর দিলীপ ঘোষ দাবি করেন, ছয় দফায় ২৩টি আসন তো দূর, আরো ১২টি আসন তৃণমূল কংগ্রেসের কমে যাবে। তাঁর কথায়, আগের বারের আত্মবিশ্বাসের পর যা ফল হয়েছিল, এবারও তাই হবে। বারোটা আসন কমবে আরও।
গতবার তৃণমূল ২২টি আসনে জিতেছিল আর দিলীপ ঘোষের দাবি করছেন, এবার সব মিলিয়ে লোকসভা ভোটে তৃণমূল বাংলা থেকে মাত্র ১০টির কাছাকাছি আসনে জিততে পারে।
এর আগে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ফলাফল নিয়ে বড় ভবিষ্যৎ বাণী করেছেন অভিষেক। ষষ্ঠ দফা পর্যন্ত ভোট হয়ে গিয়েছে, তাতে অভিষেকের হিসেব, তৃণমূল কংগ্রেস ২৩ আসনে জয় নিশ্চিত করে ফেলেছে। তিনি আরো দাবি করেছেন, বাকি শেষ দফার ভোটে নয়টি আসনের মধ্যে নয়টিতেই ঘাস ফুল ফুটবে।
কলকাতায় নরেন্দ্র মোদীর রোড শো’র পর মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো হবার কথা শুনে দিলীপ ঘোষ বলেন, ঠিকই আছে অনুকরণ করছেন ওনারা। মোদী তো মোদী। দিদি কখনো মোদী হতে পারবেন না।
ঘূর্ণিঝড় রেমালে রাজ্যে ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, ক্ষতিগ্রস্তদের সার্ভে করছে সরকার। ১৫ দিনের মধ্যে তাদের কাছে সাহায্য পৌঁছে যাবে। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “আমফানের মতো কুড়ি হাজার টাকা করে যাবে। গতবারেও তো সার্ভে হয়েছিল তারপরে দেখা গেল ক্ষতিগ্রস্তদের নয়, টিএমসি কর্মীদের বাড়িতে টাকা পৌঁছে গিয়েছে। এবারও সেই রাস্তা খুঁজছেন ওরা কিভাবে দলের লোককে সুবিধা পাইয়ে দেওয়া যায়।