শোভন–বৈশাখীর সভার পর সভাস্থল গঙ্গাজল গোবর দিয়ে “শুদ্ধ” করল তৃণমূল

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ জানুয়ারি: বিজেপির জনসভায় কামারহাটির মাটি “অপবিত্র” হয়েছে। তাই সেই সভাস্থল গঙ্গাজল দিয়ে শুদ্ধ করল কামারহাটির তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার কামারহাটি পৌরসভা অঞ্চলের রথতলা এলাকায় একটি জনসভা করতে আসেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের সভা থেকে তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন শোভনবাবু। সেই সভা করার পরদিন শুক্রবার সেই সভাস্থল গোবর এবং গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করেন কামারহাটির তৃণমূল কংগ্রেস কর্মীরা।

পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এহেন সংস্কৃতিতে হতবাক কামারহাটি এলাকার সাধারণ মানুষ। এ বিষয়ে কামারহাটির তৃণমূল নেতা বিমল সাহা জানালেন, কামারহাটি পৌরসভা অঞ্চলে যেখানেই এই ধরনের বিজেপি নেতৃত্ব সভা করবেন সেখানেই শুদ্ধিকরণ করবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই প্রসঙ্গে পাল্টা বিজেপি নেতা রাজু ব্যানার্জি বলেন, তৃণমূল সরকার বর্তমানে পশ্চিমবঙ্গে এই সংস্কৃতি বয়ে বেড়াচ্ছে তার থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতেই বিজেপি ক্ষমতায় আসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *