বিশ্বভারতীর শতবর্ষে মুখ্যমন্ত্রীকে অপমান, দাবি তৃণমূলের

রাজেন রায়, কলকাতা, ২৪ ডিসেম্বর; বিশ্বভারতী বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, নবান্নে এমনটাই দাবি করেছিলেন তিনি। যদিও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং সেই সংক্রান্ত একটি চিঠিও সংবাদ-মাধ্যমের হাতে তারা তুলে দিয়েছে। এদিকে এদিন শান্তিনিকেতনে বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

এদিন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক চর্চা৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বভারতীর উপাচার্য আমন্ত্রণ জানাননি বলে দাবি করেছেন ব্রাত্য বসু৷ নবান্নের বৈঠকে এসে একই কথা বলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘কে আমন্ত্রণ জানাল? কখন জানাল? আমি কোনও আমন্ত্রণপত্র পাইনি। না পেয়েছি চিঠি, না পেয়েছি ফোন।’ কিন্তু বিজেপি’র পাল্টা দাবি, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ আমন্ত্রণপত্র প্রকাশ করে টুইটও করে বিজেপি৷ তাদের দাবি, সব জায়গায় নোংরা রাজনীতি করছেন মমতা৷ বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ না দিয়ে তিনি কবিগুরু রবীন্দ্রনাথকে অবমাননা করেছেন৷ একদিকে চিঠি পেয়ে অস্বীকার করছেন, আর অন্যদিকে নিজের সংস্কৃতি কে অবমাননা করছেন।

এদিন বিশ্বভারতীর উৎসবে স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিন্তু উনি কলকাতা বিশ্ব বিদ্যালয়ের নাম নেননি৷ ১৮৫৭ সালে ভারতের প্রথম তৈরি হয়েছিল এই বিশ্ববিদ্যালয়৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ই সব কলেজকে অনুমোদন দিয়েছিল৷ এদিন তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে তোপ দাগেন ব্রাত্য বসু ও সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷

এদিকে বিশ্বভারতীর রাইটিং প্যাডে লেখা যে চিঠিটি প্রকাশ্যে এসেছে, সেটি লেখা হয়েছিল ৪ ডিসেম্বর৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই চিঠিটা লেখা হয়েছিল৷ এই বিষয়ে ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রাপ্তি স্বীকারের চিঠি কোথায়? ’’ পাল্টা প্রশ্ন করেন তিনি৷ তাঁর কটাক্ষ, উপাচার্য নিজে সই করে নিজের কাছেই কি ওই চিঠিটা রেখে দিয়েছিলেন? এইভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করা যায় না।’’ এছাড়া প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথকে নিয়ে ভুল মন্তব্য করেছেন বলেও তোপ দাগেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *