আমাদের ভারত, ২৪ ডিসেম্বর:দিল্লির আইসোলেশন সেন্টার থেকে ব্রিটেনের ফেরত দুই কোভিড রোগী পালিয়ে যায়। দুই রোগী আইসোলেশন সেন্টার থেকে অন্ধ্র প্রদেশ ও পাঞ্জাবে নিজেদের বাড়িতে পৌঁছায়। তবে প্রশাসন তাদের চিহ্নিত করে আবার আইসোলেশন সেন্টারে ভর্তি করে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
ওই দুজনের মধ্যে একজন মহিলা আর একজন পুরুষ। ওই মহিলা সোমবার দিল্লি বিমানবন্দরে নামতেই তা র্যাপিদ অ্যান্টিজেন টেস্টে করোনা ধরা পড়ে। কিন্তু তার সঙ্গে আসা ২২ বছরের ছেলের রিপোর্ট নেগেটিভ ছিল। ব্রিটেনে করোনার নয়া প্রজাতির সন্ধান পাওয়ার পর থেকেই ব্রিটেনের ফেরত সমস্ত বিমানযাত্রীর কোভিড টেস্ট চলছে। ফলে ওই মহিলার শরীরে করোনা পাওয়া যেতেই তাকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তার পরেও ওই মহিলা নিজের ছেলেকে নিয়ে ট্রেনে চেপে দিল্লি থেকে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে পৌঁছান। কিন্তু স্টেশন থেকে রেলপুলিশ এসে তাকে সোজা হাসপাতলে নিয়ে যায়। আবারো ওই মহিলা ও তার ছেলের র্যাপিড অ্যান্টিজেন ও আরটিপিসিআর টেস্ট হয়েছে। ওই মহিলার ছেলের আবারও রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু ওই মহিলা রিপোর্ট পজিটিভ আশায় তার নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়োরোলজিতে তপাঠানো হয়েছে। তবে ওই মহিলার কোন উপসর্গ নেই। আর সেই কারণেই তিনি এই যাত্রা করেছেন বলে জানিয়েছেন।
অন্যদিকে ব্রিটেন থেকে আসা এক ব্যক্তির শরীরেও করোনা ধরা পড়লে তাকে আইসোলেশনে থাকতে বলা হলেও তিনি লুধিয়ানা চলে যান।সেখানে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করান। ওই বেসরকারি হাসপাতাল থেকেই তাকে আবার দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ব্যক্তির সংস্পর্শে কেউ এসেছে কিনা তার খোঁজ করছে পুলিশ।