দক্ষিণ ভারতের মত উন্নত চিকিৎসা পরিষেবা কলকাতা–তেও মিলবে! হেলথ হাব তৈরির পরিকল্পনা

রাজেন রায়, কলকাতা, ২৪ ডিসেম্বর: প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে কলকাতার সরকারি বা বেসরকারি হাসপাতালকে এ রাজ্যের মানুষ বিশ্বাস করলেও চিকিৎসা ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হলে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়াই রীতি। অনেকেরই ধারণা, রাজ্যের চিকিৎসকরা দক্ষিণ ভারতের মত কম খরচে উন্নত মানের পরিষেবা দিতে পারেন না। এবার এই ধারণাটাই ভাঙতে চাইছে রাজ্য স্বাস্থ্য কমিশন। সেই কারণে খাস মহানগরীর বুকে সংকটজনক রোগীদের জন্য হেলথ হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, এমনটাই জানালেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে রাজারহাট-নিউটাউনেই
পাঁচতলা বিল্ডিং তৈরি করে এই হেলথ হাব তৈরির কাজে অগ্রসর হবে। তবে কোনও রোগী এখানে সরাসরি ভর্তি হতে পারবেন না। শুধুমাত্র অন্য হাসপাতাল থেকে রেফার করা রোগীরই চিকিৎসা হবে এখানে। ধীরে ধীরে এটিকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করে দেওয়া হবে।

অসীম বন্দ্যোপাধ্যায় নতুন এই উদ্যোগের কথা ঘোষণা করে জানান, হেল্থ হাবের কনসেপ্ট পেপার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে আরজি কর হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ ডা. সুগত দাশগুপ্তকে। তিনি ৭ বছর অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন। উন্নতমানের চিকিৎসা পরিষেবা নিয়ে তাঁর অভিজ্ঞতার উপরই ভরসা রাখছে রাজ্যের স্বাস্থ্য দফতর। আগামী একমাসের মধ্যেই কনসেপ্ট পেপার জমা দিতে বলা হয়েছে।

সেই কনসেপ্ট পেপার খতিয়ে দেখে এই স্বাস্থ্য নগরী কোথায় কেমন হবে, সরকারি নাকি বেসরকারি হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসন। তারপরেই সেটি চূড়ান্ত করা হবে। তবে পুরো পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণ ভারতে আর ছুটতে হবে না রাজ্যবাসীকে। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যানের কথায়, “হাজার হাজার রোগীকে চিকিৎসার জন্য দক্ষিণ ভারত যেতে হয়। তবে যদি এই পরিকল্পনা ঠিকঠাকভাবে বাস্তবায়িত হয়, তাহলে এবার বেঙ্গালুরু থেকেই রোগী এখানে আসবে। ট্রমা কেয়ার থেকে ওষুধের দোকান- সব পরিষেবা পাবেন রোগীরা। তাও আবার ন্যূনতম খরচে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *