রাজেন রায়, কলকাতা, ২৪ ডিসেম্বর: উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিপদ কেটেও যেন কাটছে না রাজ্যের। বিধানসভা ভোটের আগে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে রাজ্য। কিন্তু বৃহস্পতিবার ফের উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিল নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন ১২৩ জন চাকরিপ্রার্থী। আগামী ৪ জানুয়ারি বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। প্যানেল থেকে মেধাতালিকা সমস্ত কিছু বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। বিচারপতি তাঁর রায়ে জানিয়েছেন, নিয়োগের জন্য যতগুলি প্রক্রিয়া চলছিল, সবগুলি বাতিল করা হয়েছে। একই সঙ্গে আগামী দিনে কীভাবে এবং কতদিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, সে ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিয়েছে হাইকোর্ট।
উল্লেখ্য ২০১৪ সালে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। সেসময় শূন্যপদ ছিল ১৫ হাজারের মত। পরীক্ষার্থী ছিলেন ৫ লক্ষ ৪৩ হাজার।
লোকসভা নির্বাচনের জন্য ওই বছর মার্চ মাসে পরীক্ষাগ্রহণ থমকে যায়। শেষমেশ ২০১৫ অগাস্টে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট হয়। ২০১৬ সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য না ডেকে অপ্রশিক্ষিতদের ডাকা হয়েছে বলে কয়েকশো প্রার্থী হাইকোর্টে মামলা করেন। তারই রায় দেয় সিঙ্গল বেঞ্চ।