পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ অক্টোবর: হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।

এদিন সকালে জেলা কার্যালয়ে এসে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে যান রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইঞা। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায়, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ সকল কাউন্সিলররা।

এদিন সুজয় হাজরা বলেন, হাজার হাজার নেতা কর্মীরা এই দুর্যোগের মধ্যেও এসেছেন। জেতার বিষয়ে তিনি একশো শতাংশ আশাবাদী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ তাঁর মাথায় রয়েছে। মুখ্যমন্ত্রী যা উন্নয়ন করেছেন এতে মানুষ তাঁকেই ভোট দিয়ে জয়ী করবেন।

