Bankura, Girl, শুবহ বনারস অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে প্রশংসিত বাঁকুড়ার কিশোরী আর্যা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪অক্টোবর: বেনারসের ঘাটে আয়োজিত ‘শুবহ বানারস অনুষ্ঠানের’ ঘাট সন্ধ্যা ‘অনুষ্ঠানে ভারত নাট্যম প্রদর্শন করে প্রশংসিত হলো বাঁকুড়ার বড়জোড়া হাট-আশুড়িয়ার কিশোরী আর্যা গুপ্ত। গতকাল সন্ধ্যায় বানারসের আশি ঘাটে এই অনুষ্ঠান আয়োজিত হয়। আধ ঘণ্টার এই অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন প্রচুর দর্শক। সেই সাথে প্রচুর বিদেশি দর্শকও।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সারা ভারত থেকে প্রচুর নামিদামি শাস্ত্রীয় নৃত্য শিল্পী আবেদন করেন। বড়জোড়ার হাট-আশুড়িয়ার আর্যাও আবেদন করে অডিশনের ডাক পায়।অডিশনেই সে ভারত নাট্যম পরিবেশন করার জন্য নির্বাচিত হয়। আর্যা দুর্গাপুর দিল্লি পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বিগত ১০ বছর ধরে শাস্ত্রীয় নৃত্যের তালিম নিচ্ছে তার গুরু নীলাঞ্জনা তিওয়ারির কাছে। আর্যার বাবা তারাশঙ্কর গুপ্ত এবং মা বর্ষা শর্মা দু’জনেই শিক্ষক। এর আগে বহু বড় বড় মঞ্চে নৃত্য পরিবেশন করেছে শিক্ষক দম্পতির কন্যা এই আর্যা। বানারসের ঘাট সন্ধ্যায় মোট ৪টি নাচ পরিবেশন করে আর্যা। এদিন শুধু মাত্র আর্যারই অনুষ্ঠান ছিল। দুর্গা স্তুতি, শিব বন্দনা, ধনশ্রী তিলানা দর্শকদের মন জয় করে। অনুষ্ঠান শেষে সংবর্ধনা জানানো হয় আর্যাকে।

উদ্যোক্তারা বলেন, সে এই বয়সে অনেক পরিণত নৃত্য কলা পরিবেশন করেছে যা আমাদের অভিভূত করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করছি।

আর্যার নৃত্য গুরু নীলাঞ্জনা তিওয়ারি বলেন, শিষ্যার এই কৃতিত্বে আমি গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *