পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল জয়ী প্রার্থী জুন মালিয়া জেতার পর মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। আগামী ১৩ নভেম্বর এই বিধানসভা কেন্দ্র সহ রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।
ইতিমধ্যেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে শুভজিৎ রায়ের। অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরার।ইতিমধ্যেই প্রচার কাজ শুরু করে ফেলেছে প্রার্থী। রবিবার সকালে শালবনী ব্লকের ৮ নম্বর গড়মাল অঞ্চলের সাওড়া বুথে কালী মন্দিরে পুজো দিয়ে কর্মী বৈঠকের পাশাপাশি ভোট প্রচার সেরে ফেললেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।
এদিন সুজয় হাজরা বলেন, জেতার বিষয়ে সম্পূর্ণরূপে আশাবাদী আমি। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে তৃণমূলকেই ভরসা করবে সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন অঞ্চল সহ একাধিক জেলা নেতৃত্ব।