Arup Chakraborty, TMC, “মমতা রাজনৈতিক মা দুর্গা, মোদী শাহসুর মর্দিনী,” বললেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক মা দুর্গা আখ্যায়িত করে মোদী শাহসুর মর্দিনী বলে মন্তব্য করলেন তৃণমূলের এক মুখপাত্র তথা কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তিনি বলেন, মা দুর্গা যেমন মহিষাসুর মর্দিনী তেমনি মমতা হলেন মোদী-শাহসুর মর্দিনী। আজ শালতোড়া বিধানসভার অন্তর্গত গঙ্গাজঘাঁটি ব্লকের বিজয়া সম্মেলনী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন অরূপবাবু।

আর জি কর কান্ডে ঝিমিয়ে পড়া দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে দলের এই মুখপাত্র বলেন, মমতা হলেন দেশের রাজনৈতিক মা দুর্গা।তিনি বলেন, এটা শুধু বিজয়ার শুভেচ্ছা জানানোর সভা নয়, এটা হল দলের পুরনো দিনের কর্মীদের সম্বর্ধনা জানানোর মঞ্চ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে দলনেত্রী ও সেনাপতির শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছেন। জেলার বিভিন্ন ব্লকের মতোই গঙ্গাজঘাঁটিতেও তৃণমূল গোষ্ঠী কোন্দলে জর্জরিত। লোকসভা নির্বাচনের ঠিক আগে ব্লক সভাপতি পরিবর্তন করে দায়িত্ব দেওয়া হয় জিতেন গরাইকে। শালতোড়া বিধানসভা হাতছাড়া হওয়ার পর লোকসভা নির্বাচনে এই ব্লকে লিড এনে দেন জীতেনবাবু। এদিনের সভায় তৃণমূলের সব গোষ্ঠীর নেতাদের এক মঞ্চে এনে জীতেনবাবু দৃষ্টান্ত স্থাপন করেন।

এদিন মঞ্চে প্রাক্তন সভাপতি নিমাই মাজি, প্রদীপ চক্রবর্তী, পবিত্র মুখার্জি, ধবল সিংহ, শিক্ষা সেলের জেলা সভাপতি গৌতম গরাই, প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি, মহিলা নেত্রী, টিএমসিপি সকলকে একাসনে বসতে দেখা যায়। তবে এদিন মমতার নির্দেশে আয়োজিত বিজয়া সম্মেলনীর সভায় অনুপস্থিত ছিলেন আইএনটিটিইউসি’র জেলা সভাপতি রথীন বন্দ্যোপাধ্যায়। যা সকলের নজর কাড়ে। চাপা গুঞ্জনও শোনা যায়। এবিষয়ে দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, কেউ ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকলে না আসতেই পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কোনো সংগঠন বরদাস্ত করবেন না বলেও তিনি সকলকে সতর্ক করেন। যদি এধরনের কোনো ঘটনা ঘটে তবে এই জেলার দলীয় সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী দেখবেন বলে জানান তিনি।

এদিনের সভা মঞ্চের সামনেই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের বাড়ি। এছাড়াও এখানকারর বিধায়ক বিজেপি নেত্রী চন্দনা বাউরির বাড়িও এই ব্লকে। এদিন তিনি এই দুই বিজেপি নেতা- নেত্রীর নাম না করে তাদের ব্যক্তিগত জীবন, বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে সমালোচনা করেন। এপ্রসঙ্গে সৌমিত্র খাঁ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, তৃণমূল মানেই চোর, দুর্নীতিগ্রস্থ, মাতাল, অশালীন, তাই ওদের কথার জবাব দিতে যাওয়া মানে ওদেরকে গুরুত্ব দেওয়া। সৌমিত্র খাঁ বলেন, আমি ওদের মালিকদের সঙ্গে মোকাবিলা করি। ওদের মত ছারপোকাদের কথার জবাব দিইনা।

শালতোড়া বিধানসভায় হারের পর এখানে পাথর শিল্প বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এলাকাজুড়ে। লক্ষাধিক মানুষ পাথর শিল্পের উপর নির্ভরশীল। তাদের রুজি রোজগার বন্ধ। এপ্রসঙ্গে অরূপ চক্রবর্তী বলেন, সুপ্রিম কোর্ট ও পরিবেশ দফতরের কিছু বিধিনিষেধ আছে। তবে কিভাবে পাথর খাদান খোলা যায় সেটি মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন বলে তিনি স্থানীয় কর্মীদের আশ্বস্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সময় পশ্চিমবঙ্গে। পেট্রাপোলে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে তার মন্তব্য প্রসঙ্গে অরূপবাবু বলেন, অমিত শাহ নিজেই নিজেকে অপদার্থ মন্ত্রী বলছেন। কারণ অনুপ্রবেশ আটকানো স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব। কাজেই এখুনি ওনার পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *