TMC, Kalipad Soren, Jhargram, ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থী কালিপদ সরেন

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ মার্চ:
জল্পনার অবসান। লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে, জনগর্জন সভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হলেন কালীপদ সরেন। কালীপদ সরেনের উপরে ভরসা রাখলো দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

ঝাড়গ্রামের ১৭ নম্বর ওয়ার্ডের ভরতপুরের বাসিন্দা কালিপদ সরেন। যাকে বেশিরভাগ মানুষ খেরয়ার সরেন নামে চেনেন। ঝাড়গ্রামের বিখ্যাত সাঁওতালি ভাষার কবি, সাহিত্যিক কালিপদ সোরেন সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য গত বছর পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। সমাজ সচেতনতামূলক লেখালেখির জন্য তিনি বহু পুরস্কার পেয়েছেন। সাঁওতালিতে অনুবাদ সাহিত্যের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন। এছাড়াও সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার, সাধুরাম চাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার পেয়েছেন।

নাটক, কবিতা, রম্য রচনা সহ বিবিধ ক্ষেত্রে তার বিচরণ। ৩১টি নাটক, ২টি গল্পের বই, একটি গানের বই, রম্য রচনা ইতিমধ্যেই প্রকাশিক হয়েছে। তিনি লেখার মধ্যে দিয়ে সামজিক নানা বিষয়গুলি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *