আমাদের ভারত, কলকাতা, ১০ মার্চ: বায়োকেমিক চিকিৎসাকে আলাদা ভাবে স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দলন করে চলেছেন সারা দেশের কয়েক লক্ষ্য চিকিৎসক।
বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি বায়োকেমিক বিশ্বের উন্নত দেশগুলিতে স্বীকৃত। ভারতবর্ষেও বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা হলেও এটিকে আলাদাভাবে স্বীকৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার। বায়োকেমিক চিকিৎসাকে আলাদা ভাবে স্বীকৃতির দাবিতে কয়েকদিন আগে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করেন কয়েক হাজার চিকিৎসক।
এবার অল ইন্ডিয়া বায়োকেমিক মেডিকেল কনফারেন্সে ফের একবার এই দাবিতে সোচ্চার হলেন বায়োকেমিক চিকিৎসকরা। সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক অ্যান্ড মেডিসিন ইউথ রিসার্চ ইন ইন্ডিয়ার উদ্যোগে পঞ্চম অল ইন্ডিয়া বায়োকেমিক মেডিকেল কনফারেন্স অনুষ্ঠিত হলো রবিবার কলকাতার ভারত সভা হলে।
প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। যেখানে সারা দেশ থেকে কয়েক হাজার বায়োকেমিক চিকিৎসক উপস্থিত হন। চিকিৎসকরা জানান, বায়োকেমিক- এর আবিষ্কারক এবং চিকিৎসা পদ্ধতি আলাদা হলেও এটিকে পৃথক কাউন্সিলে অন্তর্ভুক্ত করেনি কেন্দ্রীয় সরকার। তাই তারা বায়োকেমিক চিকিৎসাকে আলাদা করে স্বীকৃতির দাবিতে আন্দোলন করে যাবেন।
সংস্থার সম্পাদক ডক্টর এন. সি বাগচী বলেন, যতদিন না কাউন্সিলকে সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে ততদিন তারা আন্দলন চালিয়ে যাবেন। বায়োকেমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন সংস্থার সভাপতি মেডিক্যাল বিজ্ঞানী ডাক্তার টি কে বাগচী।