পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ মে:বিজেপি প্রার্থী ডাঃ প্রণত টুডুর সুস্থতা কামনা করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন। শনিবার বিকেলে সারাদিন ধরে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘোরার পর আড্ডার মুডে ঝাড়গ্রাম শহরের কেকেআর স্কুল সংলগ্ন একটি চায়ের দোকানে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা খেতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। সেদিন তিনি বলেন, “জঙ্গলমহলজুড়ে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।” জয়ের ব্যাপারে একশ শতাংশ নিশ্চিত তিনি।
গড়বেতায় বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “ওইখানে মহিলাদের উপর অশ্লীল আচরণ করেছে তারা। তারপরে এলাকার মানুষজন উত্তেজিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। উনি যদি আহত হয়ে থাকেন, উনার দ্রুত সুস্থতা কামনা করি।”