Polling, Bankura, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাঁকুড়ায় ভোট শান্তিপূর্ণ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ মে: দু’ একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাঁকুড়ায় ভোট শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হলো। বাঁকুড়ায় ভোট পড়েছে ৮২শতাংশ, জেলার অপর লোকসভা আসন বিষ্ণুপুরে ভোট পড়েছে ৮৪শতাংশ।প্রখর রোদ ও অত্যাধিক গরমের কারণে প্রথমদিকে ভোটের হার কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটের হার বাড়তে থাকে। তবে শহরাঞ্চলে বুথে বুথে ভোটারদের লম্বা লাইন কোথাও চোখে পড়েনি।সকালে প্রথম দু’ ঘন্টায় ভোট পড়েছিল ১৭শতাংশ। বেলা তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬৭.৪ শতাংশ। জেলার অপর আসন বিষ্ণুপুরে তুলনায় ভোটের হার কিছুটা বেশি।বেলা তিনটে পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৭৩ শতাংশের কিছু বেশি।

গতকাল রাতে শালতোড়ায় বোমা বিস্ফোরণ ঘটে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। যার ফলে সেখানে উত্তেজনা দেখা দেয়।

আজ সকালে শালতোড়ার ৬৪ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ওই বিজেপি কর্মীর হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। এছাড়াও বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে।

গতকাল রাতে ইন্দাসে এক বিজেপির পোলিং এজেন্টকে প্রাণ নাশের হুমকি ও তার স্ত্রীকে সাদা থান পরতে হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ করেছে বিজেপি।অপরদিকে শালতোড়ার ঝঙ্কা বুথে বিজেপি প্রার্থী সুভাষ সরকার বিক্ষোভের মুখে পড়েন। জল সমস্যা নিয়ে এই বিক্ষোভ। সুভাষবাবু বলেন, কেন্দ্রীয় সরকার টাকা দিলেও রাজ্য সরকার কাজ করেনি।স্হানীয় তৃণমূলের বক্তব্য, যেমন কর্ম তেমনি ফল পাচ্ছেন সুভাষবাবু। এর সঙ্গে তৃণমূল জড়িত নয়।

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন, বাঁকুড়ায় শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *