পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: বুধবার মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া মেদিনীপুরে কাঁসাই নদীর পাড়ে গান্ধী ঘাটে পুরসভার উদ্যোগে নির্মিত রাম- সীতা মন্দিরে যজ্ঞ ও পুজো করেন। এর পরে তিনি জানান, রাম কারো একার নয়। তিনি সকলের সুখ শান্তি প্রার্থনা করে পুজো ও যজ্ঞ করলেন। রাম নবমী যে কেউ পালন করতে পারেন। তবে রামের নামে কেউ ধর্মীয় উন্মাদনা করবেন, অন্য ধর্মের বিরুদ্ধাচারণ করবেন এটার তিনি প্রতিবাদ করবেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান।
পাশাপাশি আজ জেলা তৃণমূল কার্যালয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়ার সমর্থনে অফিসিয়াল সঙ্গীত প্রকাশ করা হয়। অফিসিয়াল সঙ্গীত প্রকাশের মুহূর্তে জুন মালিয়া জানান, আজ যে থিম সং এর অ্যালবাম প্রকাশ করা হয়েছে তা প্রতি বুথ এলাকায় বাজানো হবে। এতে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়বে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা ছাত্র পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক দীনেন রায়, পরেশ মুর্মু সহ অন্যান্য নেতৃবৃন্দ।