পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: সকাল থেকে মেদিনীপুর শহরের কয়েকটি বাজারে ঘুরে প্রচার সারলেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে তিনি যান কুইকোটা কালী মন্দির বাজারে। সেখানে বাজারে সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।কয়েকজনের কাছ থেকে জিনিসও কেনেন। বাজারে আসা মানুষের সঙ্গে কথা বলেন। জন সংযোগ সারেন। আবার -কুইকোটা বাস রাস্তায় বাসে থাকা যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের হাতে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান লেখা পুস্তিকা তুলে দেন।
এরপর তিনি চলে আসেন রাজাবাজারে। সেখান থেকে মিঞাবাজার। এখানে বাজারের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পুরো বাজার চষে ফেলেন। প্রত্যেক বিক্রেতার সঙ্গে কথা বলেন। এই প্রচন্ড গরমে ভালো থাকতে বার বার জল ও ওআরএস খাওয়ার ও মুখে চোখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়ার পরামর্শ দেন। তিনি শসা ও লেবু কেনেন।বিক্রেতাদের হাতে ওআরএস তুলে দেন।