পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: প্রচন্ড গরমে মেদিনীপুর পুরসভা এলাকায় শুরু হয়েছে পানীয় জলের সঙ্কট। মঙ্গলবার দুপুরে প্রখর দাবদাহকে উপেক্ষা করে ৬ নম্বর ওয়ার্ডের মানুষজন কাউন্সিলর ও সিআইসি সদস্য ডাঃ গোলক বিহারী মাজির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের সঙ্গে ছিল বালতি ও কলসি। তাদের দাবি, কয়েকদিন ধরে পানীয় জল পাচ্ছেন না তারা। চেয়ারম্যান সৌমেন খান, জল বিভাগের সিআইসি মিতালী ব্যানার্জি গিয়ে পরিস্থিতি সামাল দেন।
এলাকার স্থানীয় কাউন্সিলর গোলোক বিহারী মাজী জানান, এই গরমে জলস্তর নেমে গেছে। ২টি গভীর নলকূপ অকেজো হয়ে গিয়েছিল। সারানো হয়েছে। শহরের যেখানে যেখানে পানীয় জলের সঙ্কট দেখা যাচ্ছে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে।