Discussions, awareness industry, শিল্পোদ্যোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আলোচনা সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: সরকারি চাকরির ক্রমহ্রাসমান পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পথনির্দেশের জন্য মেদিনীপুর কলেজ ও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আজ কলেজের বিবেকানন্দ হলে আয়োজিত হলো শিল্পোদ্যোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এক আলোচনা সভা।

এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেনারাল সেক্রেটারি উদ্যোগপতি শ্রী চন্দন বসু, গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট অভিষেক কুমার যাদব, পার্থ ঘোষ অ্যাকাডেমি অফ লিডারশিপ (খড়্গপুর আইআইটি) এর এস.ই.ও প্রণব প্যাটেল, টাটা স্ট্রাইভ স্কিল ডেভেলপমেন্ট (মেদিনীপুর) এর সেন্টার ম্যানেজার শ্রী রোশন কুমার এবং উদ্যোগপতি তিমির জ্যোতি ঘোষ।

নিজের স্বাগত ভাষণে মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানান ও এরকম সফল মানুষদের উপস্থিতি ও প্রেরণা ছাত্রছাত্রীদের শিল্পোদ্যোগে উৎসাহিত করবে এমন আশা প্রকাশ করেন। নিজের বক্তব্যে শ্রী বসু তাঁর মেদিনীপুর কলেজের ছাত্রজীবনের কথা বলেন। বলেন সময়ের চাইতে এগিয়ে ভাবার প্রয়োজনের কথা। কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে তিনি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সমস্ত প্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন। শ্রী যাদব বলেন, কীভাবে একটা আইডিয়ার পেছনে সময় দিলে তা বাস্তবায়িত হয়ে ওঠে। বলেন উদ্যোগে এথিক্সের প্রয়োজনীয়তার কথা। কৌটিল্যর অর্থশাস্ত্রে বর্ণিত রাজ্যের বিভিন্ন স্তম্ভের সঙ্গে তুলনা টেনে শ্রী প্যাটেল বোঝান কীভাবে সফল উদ্যোগের ধাপ নির্মাণ করা যায়। প্যানেলের অন্য বক্তারাও ছাত্রছাত্রীদের উদ্যোগপতি হওয়ার প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা তুলে ধরে বলেন, অসাফল্যকে মোকাবিলা করার কথা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের আইকিউএসি’র কো-অর্ডিনেটর রাজেন্দ্রনাথ দত্ত, বরিষ্ঠ অধ্যাপক ডঃ মণিমোহন মন্ডল এবং কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ডঃ তনুশ্রী পাল। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডঃ কৃষ্ণগোপাল ঢল। আলোচনার শেষে উপস্থিত ছাত্রছাত্রীদের সাগ্রহ প্রশ্ন এবং বক্তাদের উত্তর জানান দিচ্ছিল যে আজকের আয়োজন কতটা সফল। ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ জানান, তীব্র গরম এবং সমীপবর্তী আভ্যন্তরীণ মূল্যায়নের চাপ সত্ত্বেও আজকের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা আশাতীত সাড়া দেওয়ায় তিনি আপ্লুত। ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরো হবে শ্রী ঘোষ এমনটা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *