আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ মার্চ: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন। সিপিএমের বর্ষীয়ান নেতা তথা ব্যারাকপুর কেন্দ্রের পাঁচবারের সাংসদ তড়িৎ বরণ তোপদারের বাড়িতে দেখা করতে গেলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এদিন তাঁর সঙ্গে তড়িতবাবুর বাড়িতে যান ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস। বর্ষীয়ান এই বাম নেতার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন পার্থ ভৌমিক। তবে এই সাক্ষাৎ রাজনৈতিক নয়, সম্পূর্ণ ব্যক্তিগত বলেই দাবি করেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
এর আগে ২০১৯ সালে অর্জুন সিং বিজেপি প্রার্থী হওয়ার পর ব্যারাকপুরের এই দাপুটে বাম নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। আর অর্জুন সিং- এর সাথে তড়িতবাবুর সখ্যতা কারোর অজানা নয়। সেই দিক থেকে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের এই সাক্ষাতের যথেষ্ট গুরুত্ব রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তবে এই প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, উনি বর্ষীয়ান নেতা, ওনার শরীর ভালো নয়, পায়ে ব্যাথা, তাই ওনার সাথে দেখা করতে এসেছিলাম। ওনার স্নেহ ভালোবাসা আশীর্বাদ আমার কাছে আগামী দিনে পথ চলতে সাহায্য করবে।
অপর দিকে বাম নেতা তথা প্রাক্তন বাম সাংসদ
তড়িতবাবু বলেন, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল ওরা। এর আগে ২০১৯ সালে অর্জুন সিং এসেছিল, সেও রাজনীতির কথা বলেনি। তবে বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই হবে এমন নয়। আমরা বামেরা এবার কড়া টক্কর দেব।”