পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ মার্চ: দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। বাসটি দ্রুত বেগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় রাস্তার পাশের গর্তে। ঘটনায় আহত হয় একাধিক। তার মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য নিয়ে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দন্দিপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মাংরুল থেকে পাঁশকুড়াগামী একটি যাত্রীবাহী বাস, ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়কের বন্দিপুর এলাকায় দ্রুত বেগে যাওয়ার সময় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের গর্তে নেমে যায়, এতে বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রীর সকলেই কমবেশি আহত হয়। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘাটাল হাসপাতালে।