আমাদের ভারত, ৩ এপ্রিল: ওষুধের বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবির সমর্থনে দু’দিন ধরে ব্লকে ব্লকে বিক্ষোভের ডাক দিল তৃণমূল। বৃহস্পতিবার এক্স বার্তায় এ কথা জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণাল ঘোষ লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ: সাধারণ মানুষকে বিপদে ফেলে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে প্রায় ৯৯০টি জরুরি ওষুধের দাম বাড়ালো, তার প্রতিবাদে আগামী শুক্রবার ও শনিবার বিকেল চারটে থেকে পাঁচটা বাংলার প্রতি ব্লকে, প্রতি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মিছিল ও পথসভা হবে।
সেই সঙ্গে সর্বস্তরের মানুষ, ক্লাব, স্কুল- কলেজ, স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাছেও মুখ্যমন্ত্রীর অনুরোধ, ওষুধের দাম বাড়ার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হোন। কেন্দ্র বারবার ওষুধের দাম বাড়াচ্ছে, স্বাস্থ্য বীমায় জিএসটি চাপাচ্ছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষকে স্বাস্থ্যক্ষেত্রে বিপাকে ফেলছে।”