আমাদের ভারত, ২৭ ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এদিন প্রধানমন্ত্রী তাঁদের সাতটি ছবি-সহ শুক্রবার দুটি এক্সবার্তায় লিখেছেন, “ভারত তার অন্যতম বিশিষ্ট নেতা ডঃ মনমোহন সিং’জি-র মৃত্যুতে শোকাহত। নম্র উৎস থেকে উঠে তিনি একজন সম্মানিত অর্থনীতিবিদ হয়ে ওঠেন। তিনি অর্থমন্ত্রী সহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন, যা বছরের পর বছর ধরে আমাদের
অর্থনীতিতে একটি শক্তিশালী ছাপ রেখে গেছে। সংসদে তাঁর হস্তক্ষেপও ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ।
আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের জীবনযাত্রার উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন। ডঃ মনমোহন সিং’জি এবং আমি নিয়মিত যোগাযোগ করতাম। তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম। শাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমাদের অনেক আলোচনা হবে। তাঁর প্রজ্ঞা ও নম্রতা সর্বদা দৃশ্যমান ছিল। এই শোকের মুহূর্তে, আমার চিন্তাভাবনা ডঃ মনমোহন সিং’জির পরিবার, তাঁর বন্ধু এবং অগণিত ভক্তদের সাথে। ওম শান্তি।”
অন্যদিকে ডঃ মনমোহন সিং-এর মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থেকে শুরু করে দেশের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী ছিলেন। ডঃ মনমোহন সিং দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শোকের এই মুহূর্তে আমি তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি। গুরুজি তাঁর আত্মার শান্তি দান করুন, তাঁর পরিবারের সদস্যদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।”
ডঃ মনমোহন সিংয়ের স্মৃতির প্রতি এদিন শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং’জি সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন, যিনি পড়াশোনা এবং প্রশাসনের জগতে সমান স্বাচ্ছন্দ্যে বিচরণ করেছিলেন। সরকারিভাবে তাঁর ভূমিকা ছিল বিভিন্ন রকম। তিনি ভারতীয় অর্থনীতির সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
জাতির সেবা, নিখুঁত রাজনৈতিক জীবন এবং পরম বিনয়ের জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর চলে যাওয়া আমাদের সবার জন্য এক বিরাট ক্ষতি। তিনি ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পুত্রদের অন্যতম। তাঁকে আমি শ্রদ্ধা জানাই। আমার আন্তরিক সমবেদনা রইল তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি।