আমাদের ভারত, বনগাঁ, ৩০ ডিসেম্বর: রেল ট্র্যাকে উঠেই বিকল হয়ে গেল বালি বোঝাই লরি।আর তা আটকে বাড়ল বিপত্তি। সপ্তাহের প্রথম দিন ব্যস্ত
সময়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ রইল ট্রেন চলাচল। রেল
লাইনের উপর লাল পতাকা দেখিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন।রেলকর্মী, পুলিশ, স্থানীয় বাসিন্দাদের
অশেষ চেষ্টায় ট্রাকটি মেরামতির পর
রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়।তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঘড়ির কাঁটা তখন সাড়ে ৯ টা ছুঁইছুঁই। বনগাঁ২ নং রেলগেটের কাছে আচমকাই ট্র্যাকের উপর খারাপ হয়ে আটকে
যায় একটি বালিবোঝাই লরি। মেরামত না করা পর্যন্ত লরিটিকে সরানোর কোনো
উপায় নেই, তা বুঝে লরি চালকের পাশাপাশি রেলকর্মীরাও চিন্তিত হয়ে পড়েন।কারণ, সেক্ষেত্রে লরিটি
মেরামতির জন্য রেল চলাচল বন্ধ রাখতে হবে। বনগাঁ-রানাঘাট সিঙ্গল লাইনে এমনিতেও ট্রেনের সংখ্যা
কম। ২ ঘণ্টা পরপর আপ ও ডাউন ট্রেন
চলে। ফলে ঘড়ির কাঁটায় কাঁটায় সেই
ট্রেন ধরতে না পারলে, ঠিক সময় গন্তব্যে পৌঁছনো তো সম্ভব নয়ই, হাতছাড়া হতে
পারে অন্যান্য গাড়িও। তাই এই লাইনের
নিত্যযাত্রীরা বেশ চিন্তায় থাকেন সঠিক সময়ে ট্রেন ধরা নিয়ে।
এই পরিস্থিতিতে সোমবার,
সপ্তাহের প্রথম কাজের দিন ব্যস্ত সময়ে রেলট্র্যাকের উপর লরি খারাপ হয়ে গেল।যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে রইল ট্রেন চলাচল। জিআরপি আধিকারিক, পুলিশ, রেল
কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় ট্র্যাকের
উপর লরিটিকে দাঁড় করিয়েই মেরামত করা
হয়। প্রায় দেড়ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। মেরামতির পর লরিটিকে রেলট্র্যাক থেকে সরিয়ে দিলে ট্রেন চলাচল শুরু হয়। তবে তা স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লেগে যায়।